All about Xiaomi ROM Flash [in Bangla Language]

Xiaomi Device এর ROM ব্যাপারটা অনেকেই বিড়ম্বনা মনে করেন । কারণ এর ROM variation । একেক ROM-এর ফিচার একেক রকম । যাই হোক সঠিক ডিভাইসের জন্য সঠিক রোম আর সঠিক Flashing Method মোটেই বিড়ম্বনার বিষয় না ।   

Officially ROM Change/Flash এর পদ্ধতি ৩টি,
১. System Update
২. Recovery Update
৩. Fastboot Update
বিঃদ্রঃ Update মানে এই না যে আপনি আপনার ROM চেঞ্জ কিংবা ফ্ল্যাশ করতে পারবেন না । miui এর official website এ ঠিক এইভাবেই দেয়া আছে । দেখতে পারেন : http://en.miui.com/a-232.html

উপরোক্ত পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ১ নং অর্থাৎ System Update । এমনকি এটা করতে PC এর প্রয়োজনও পড়ে না । তবে miui developer-রা এখনও তাদের Mediatek processor ধারী device গুলোর জন্য এই পদ্ধতিটি কার্যকর করেনি। এটা শুধু Qualcom processor ধারী Device গুলোর ক্ষেত্রে প্রযোজ্য । আমি আজকে মূলত এই পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব ।


অন্য দুটি পদ্ধতি ২. Recovery Update ৩. Fastboot Update । এই দুটো পদ্ধতিতেই PC লাগবে। এদের মধ্যে সবচেয়ে কম প্রচলিত পদ্ধতি হল Recovery Update । অন্যদিকে Fastboot update অধিক প্রচলিত । এটি দিয়ে যেকোন শাওমি ডিভাইসের ROM Change/Flash করা যায় । তবে, এক্ষেত্রে ডিভাইসটির Bootloader আনলোক করে নিতে হবে । যা কিনা একটু বিড়ম্বনার বিষয় এবং warranty বাতিল করে দেয় । কিন্তু, একটা প্রসেস আছে যেটা দিয়ে bootloader unlock করা ছাড়াই fastboot flash করা যায় । এটাকে বলা হয় EDL Method । আপনাদের যাদের System Update পদ্ধতিতে “update can’t verify” আসে এবং বুটলোডার আনলোক করতে চান না তারা এটা ফলো করেন 👉http://bit.ly/2osKcpC
Mediatek Device গুলির জন্য [locked bootloeader] : নিম্নোক্ত টিটোরিয়াল এবং ভিডিওটির description ফলো করেন
>> https://www.youtube.com/watch?v=kq9... (also watch description)

System Update পদ্ধতি :  
ধাপ ১ : প্রথমেই আপনাকে এই ওয়েবসাইটটিতে যেতে হবে : http://en.miui.com/download.html
তারপর আপনার ডিভাইসটি সিলেক্ট করতে হবে । মনে রাখবেন যথাযত ডিভাইসের জন্য যতাযত রোম সিলেক্ট না হলে, আপনার ROM Flash হবে না
ধাপ ২ :  ডিভাইসটি সিলেক্ট করার পর আপনার প্রসেসর অনুযায়ী stable or developer, china or global সিলেক্ট করেন ।  নিচের ছবিটি দেখে কোন কনফিউশন থাকলে দূর করুন ।
ধাপ ৩ : রোম ডাউনলোড করার পর সেটা আপনার Internal Storage এ নেন । PC users-রা ডাটা ক্যাবল দিয়ে এই কাজটি করবেন । আর, মোবাইল দিয়ে করলে যদি, Download হওয়া zip ফাইলটা SD card এ যায় তাহলে সেটা মুভ করে Internal এ আনতে হবে ।
ধাপ ৪ : ডাটা অথবা wifi on রাখবেন । মোবাইল থেকে Updater apps কিংবা settings থেকে About Phone এ গিয়ে Update ওপেন করবেন ।
এরপর উপরের ডান কোনায় tap করে choose update package সিলেক্ট করবেন ।  ঠিক ছবির মত ।
এরপরে আপনার Internal Storage এ রাখা ফাইলটা সিলেক্ট করবেন । তারপর Decrypting হতে থাকবে । 100% decrypting হলে “Erase Data” নামে একটা অপশন আসবে । Erase and update এ ট্যাপ করবেন ।
ব্যাস !!! কাজ শেষ । এরপরে মোবাইলটি reboot হবে । মনে রাখবেন, reboot হওয়ার সময় এবং এর পরবর্তী ROM ফ্ল্যাশ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত মোবাইলে কোন ট্যাপ করবেন না । এই ক্ষেত্রে ১০-১৫ মিনিট সময় লাগতে পারে ।
আর অবশ্যই মোবাইলের চার্জ ফুল রাখবেন

চাইলে এই ভিডিওটি দেখতে পারেন : https://youtu.be/HePrxNHN1mE :)


-ধন্যবাদ ।
EDL Method :

*** সর্বপ্রথম প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নিন -

  1. Mi Flashing Tool : Download
  2. Fastboot_edl : Download
  3. আপনার মোবাইলে যেই রম ফ্ল্যাশ দিবেন তার ফাস্টবুট রম এখান থেকে ডাউনলোড করে নিন : http://en.miui.com/a-234.html
***ফাইল ৩টি ডাউনলোড করার পর করনীয় -
  1. মোবাইলটি সম্পুর্ন চার্জ করে নিন।
  2. আপনি Windows 8 অথবা Windows 10 ব্যাবহারকারী হলে “Windows driver signature enforcement” বন্ধ করেনিন। কিভাবে করবেন তা জানা না থাকলে নিয়মটি এখান থেকে দেখেনিন Click Here
  3. “MiPhone Flashing Tool” টি ইনস্টল করুন। ইনস্টল করার নিয়মটি এখান থেকে দেখেনিন Click Here
  4. Global Rom এর ফাইলটি Extract করুন।
  5. এরপর মোবাইলটি বন্ধ করুন। বন্ধ হবার পর মোবাইলের Volume Down + Power বাটন একসাথে চেপে Fastboot মোডে প্রবেশ করুন।
  6. এবার মোবাইলটি ডাটা কেবল এর মাধ্যমে কম্পিউটারে সংযোগ দিন।
  7. “Fastboot_edl” ফাইলটি Extract করুন এবং এর ভেতরে থাকা “edl.cmd” ফাইলটি ওপেন করুন। এরপর লক্ষ করুন মোবাইলের Notification Light লাল রং হয়ে জলছে নিভছে কিনা, যদি জলে থাকে তাহলে পরবর্তি ধাপগুলো অনুসরন করুন। আর যদি না জলে তাহলে ২ এবং ৩ নম্বর ধাপ দুটি নিয়ম অনুযায়ী আবার অনুসরন করুন।
  8. “MiPhone Flashing Tool” টি ওপেন করুন। ওপেন হবার পর Extract করা Global Rom এর ফাইল লোকেশনটি কপি করুন এভাবে Click Here এবং তা Flashing tool এর লোকেশন বারে পেস্ট করুন এভাবে Click Here
  9. এরপর Flashing Tool এর “Refresh” বাটনে ক্লিক করুন এবং লক্ষ করুন নিচের বক্সে কোন Device নম্বর দেখাচ্ছে কিনা Click Here
  10. Flash Tool এর নিচে “Clean all” চেক বক্সটি সিলেক্ট করুন
  11. সবশেষে “Flash” বাটনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন। ফ্লাশ সম্পন্ন হলে “The operation completed successfully” দেখাবে।
  12. এবার ডাটা কেবলটি খুলে Power বাটন চেপে মোবাইলটি স্টার্ট করুন।
Main source of this EDL Method process > Mr. Mahin Hasan from the docs of “Xiaomi Users Commuinity of Bangladesh” facebook group. Link : http://bit.ly/2osKcpC
অথবা আপনি চাইলে এই ভিডিও টিউটোরিয়ালটিও দেখতে পারেন > Click Here
FAQ : ১. Stable থেকে developer ROM এ যেতে গেলে Updater Apps এ “can’t verify update” আসে । উত্তরঃ এক্ষেত্রে সহজ সমাধান হল আপনি উপরের ৩নং পদ্ধতি Fastboot with locked bootloader অর্থাৎ EDL Method টা Follow করেন. এছাড়া Updater Apps দিয়েও করা যায়, সে ক্ষেত্রে আপনাকে পুরাতন ডেভেলপার রোম ভার্সন নামাতে হবে এবং সেটা ফ্ল্যাশ দিতে হবে । এরপর ওটাকে নরমাললি আপডেট করে latest version এ আনা যাবে ।
. যেকোন রোম থেকে অন্য যেকোনো ROM এমনকি একই ROM ভার্সনেই Updater Apps এ “can’t verify update” আসে ।

উত্তর : এই জিনিসটা অনেকের ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রে হয় না । যদি আপনার এটা হয়ে থাকে তো আপনাকে এক্ষেত্রে ৩নং পদ্ধতি Fastboot with locked bootloader অর্থাৎ EDL Method টা Follow করতে হবে ।

মনে রাখবেন যথাযত ডিভাইসের জন্য যতাযত রোম সিলেক্ট না হলে, আপনার ROM Flash হবে না
সাথে থাকার জন্য ধন্যবাদ ।

Comments

Popular posts from this blog

Number Count and Printing Numbers without Repeated/Duplicates numbers in JAVA .

Understanding Android Battery Graph with Shahriar 😎