Google Chrome Working Slow solution with Shahriar [Bangla]
Hello ! নতুন করে Google Chrome Install দেয়ার পরেও Google Chrome অনেক Slow কাজ করে । অনেক সময় এই ধরনের কেস দেখা যায়, ➽ গুগুলে স্বাভাবিকভাবেই সার্চ হয় ➽ Youtube এ ভিডিও Streaming / Bufferingও স্বাভাবিক থাকে । ➽ কিন্তু পেজ লোড হতে অনেক সময় নেয় এই জন্য আমরা প্রায়শই আমাদের ISP Providerকে ফোন করে, চৌদ্দ-গোষ্ঠী উদ্ধার করে ফেলি 😜 কিন্তু সমস্যা যে আমাদের ব্রাউজারে । বিশেষ করে যারা Google Chorme use করি । Google Chorme এর অন্যতম বড় সমস্যা হল এটা অনেক RAM খায় । আপ্নারা Google Chrome use করতে চান তাদের RAM অবশ্যয়ই 4GB বা এর অধিক রাখার চেষ্টা করবেন । যাদের RAM 2GB তারা chorme চালালে background এ অন্য কোন software running রাখবেন না । Google Chrome যেসব OS-এ সাপোর্ট করবে না , Win XP, Win Vista, Mac OS X 10.6, 10.7 and 10.8 এবার আসি মূল সমস্যা সমাধানে ! প্রথমে আপনাকে Google Chorme থেকে Settings এ যেতে হবে এরপরে নিচে Advance Settings এ ক্লিক করতে হবে । তারপরে প্রায় সবার নিচে "System" option এর "Use Hardware acceler...